সোমবার ০৬ মে ২০২৪
Online Edition

আকাপুলকো শিরোপা জিতলেন নাদাল

 ক্যামেরুন নোরিকে পরাজিত করে আকাপুলকো এটিপি শিরোপা জয় করেছেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের পর এটাই নাদালের প্রথম শিরোপা। এর মাধ্যমে নাদাল চলতি বছর এখনো অপরাজিত রয়েছে। কাল ফাইনালে বিশ্বের ১২ নম্বর র‌্যাঙ্কধারী বৃটিশ তারকা নোরিকে ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে পরাজিত করে শিরোপা জয় করেন নাদাল। এক ঘন্টা ৫৪ মিনিটের এই লড়াইয়ে নোরি পরাস্ত হন। নোরির বিপক্ষে এনিয়ে চতুর্থবারের মোকাবেলায় সবকটিতেই জয়ী হলেন স্প্যানিশ তারকা নাদাল। ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘ক্যামেরুন খুবই শক্তিশালী একজন খেলোয়াড়। সে প্রতিপক্ষকে কখনই সহজে খেলতে দেয়না। এটাই তার সবচেয়ে বড় গুন। এই ম্যাচেও আমি বেশ কয়েকবার খুবই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’ যদিও ক্যারিয়ারের ৯১তম শিরোপা নিশ্চিত করতে বিশ্বের পাঁচ নম্বর তারকার খুব একটা সময় লাগেনি। এর আগে ২০০৫, ২০১৩ ও ২০২০ সালে নাদাল আকাপুলকোর শিরোপা জয় করেছিলেন। ২০২০ সালের মতই সরাসরি সেটে তিনি ফাইনালে জয়ী হলেন। গত বছর আগস্টে ওয়াশিংটনে তৃতীয় রাউন্ডে লয়েড হ্যারিসের কাছে পরাজিত হবার পর নাদাল এখনো পর্যন্ত অপরাজিত আছে। পায়ের ইনজুরির কারনে ওয়াশিংটনের বিদায়ের পর ২০২১ সালে আর কোর্টে নামা হয়নি নাদালের। এরপর জানুয়ারিতে মেলবোর্নে ফিরে এসে অস্ট্রেলিয়ান ওপেন জয় করে রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে পিছনে ফেলে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন নাদাল। ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ